Khoborerchokh logo

টাঙ্গাইলে করটিয়ায় নিজেদের অর্থায়নে দেড় কি:মি: ড্রেনের কাজ শুরু 171 0

Khoborerchokh logo

টাঙ্গাইলে করটিয়ায় নিজেদের অর্থায়নে দেড় কি:মি: ড্রেনের কাজ শুরু

মো.শামীম আল মামুন,টাঙ্গাইল থেকে :
শনিবার ১১জুন ২০২২ইং টাঙ্গাইল সদর থানাধীন করোটিয়া ইউনিয়ন এলাকায় কোন ড্রেন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ফলে এটকু বৃষ্টি হলেই সড়কে পানি জমে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়াও বহুতল ভবণের পানি নিষ্কাশনের মতো কোন স্থায়ী ব্যবস্থা নেই। তাই এলাকাবাসীর উদ্যোগে ড্রেন নির্মাণের পরিকল্পনা করা হয়। ড্রেন নির্মাণের ব্যয় ৩৫ লাখ টাকা নিজেরেই বহন করবেন। দীর্ঘ দিনের সেই দুর্ভোগ লাঘবে শনিবার (১১ জুন) সকাল ১১ টায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া জমিদারবাড়ী পূর্ব তরফ আবাসিক এলাকা পানি নিঃষ্কাশনের জন্য নিজেদের অর্থায়নের ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দেড় কিলোমিটার ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করেন করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী মজনু।

স্থানীয় বাসিন্দা এডভোকেট মো. মহিউদ্দিন মামুন বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমতো। এতে বাসার বাইরে বের হলেই কাঁদায় শরীরের পোশাক নষ্ট হতো। এছাড়াও মসজিদে যেতে ও শিক্ষার্থীদের স্কুলে কলেজে যেতে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হয়েছে। ড্রেন নির্মাণ হলে দুর্ভোগ লাঘব হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু জানান, এলাকার সকলের ব্যক্তিগত সহযোগিতা ড্রেন নির্মাণ করছে এটি বাংলাদেশে বিরল। এমন কাজ করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলাকার মানুষকে ধন্যবাদ জানান তিনি। সরকারের উন্নয়নের পাশাপাশি এ ধরনের উদ্যোগ নেয়া উচিত। এলাকার বাকি উন্নয়ন কাজ করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠান টির আয়োজনে ছিলেন সর্বস্তরের এলাকাবাসী ৷ 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com